এক কাঠায় কত শতক জেনেনিন । প্রেজেন্টেড বাই: শামসুল আরেফিন
অনেকেই জানেন না আসলে কত শতকে এক কাঠা হয়।
আর তাই তারা ভূল করে দেড় শতকে এক কাঠা ধরে হিসাব করে থাকেন ।
আসুন, দেখে নেই আসলে এক কাঠায় কত শতক।
১ কাঠা সমান ৭২০ বর্গ ফুট
আর ১ শতক সমান ৪৩৫.৫৬ বর্গ ফুট (প্রায়) । এখন দেখুন ৭২০ ÷ ৪৩৫.৫৬ = ১.৬৫
অর্থাৎ ১.৫ (দেড় শতকে) কখনই ১ কাঠা হবে না। এক কাঠা হইতে হলে অবশ্যই ১ শতকের ১.৬৫ গুণ হইতে হবে।
অন্যভাবে বলা যায়, যদি আপনি ১.৫ দেড় শতকে ১ কাঠা ধরেন, তাহলে আপনি পাচ্ছেন ৪৩৫.৫৬ x ১.৫ = ৬৫৩.৩৪ বর্গ ফুট। অর্থাৎ আপনি ৭২০ – ৬৫৩.৩৪ = ৬৬.৬৬ বর্গ ফুট কম পাচ্ছেন। অতএব, আপনি যদি ১.৫ দেড় শতকে ১ কাঠা ধরে জমি ক্রয় করেন তাহলে আপনি ঠকবেন। আর যদি বিক্রয় করেন তাহলে জিতবেন। কিন্ত অন্যকে ঠকানোর জন্য আপনি দায়ী থেকে গেলেন।
সুতরাং, আমাদের পরামর্শ ”কখনোই ১.৫ দেড় শতকে ১ কাঠা ধরে জমি ক্রয়-বিক্রয় করবেন না।” সঠিক মাপ জানা ও তা সমাজে প্রয়োগ করা আপনার, আমার নৈতীক দায়িত্ব। আমি অনেক কোম্পানীর মালিককেউ এই ভূল হিসাবে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয়-বিক্রয় কেরতে দেখিছি। তাই ব্যাপারটি আমার দৃষ্টিগোচর হয় এবং সাধারন জনগনকে ব্যাখ্যা করে বুঝানোর প্রয়োজনীয়তা অনুভব করি।
নিচে একটি চিত্রের মাধ্যমে ১ শতক ও পাশাপাশি ১ কাঠার একটি জমির পরিমাপ দেখানো হল।

ধরুন একটি জমির পরিমাণ ৩৩.০৫৮ ফুট দৈর্ঘ্য, ২১.৭৮ ফুট প্রস্থ্য
তাহলে জমিটির পরিমাণ হবে ৩৩.০৫৮ ফুট x ২১.৭৮ ফুট = ৭২০ বর্গ ফুট (প্রায়) বা ১ কাঠা।
সুতরাং, ১ শতক হবে ২১.৭৮ ফুট x ২০.০০ ফুট = ৪৩৫.৫৬ বর্গ ফুট।
এবার, ১ বিঘা = ২০ কাঠা = ৭২০ x ২০ = ১৪,৪০০ বর্গ ফুট।
এখন যদি ১.৫ দেড় শতককে ১ কাঠা ধরেন, তাহলে ২০ কাঠা = ৩০ শতক।
অর্থাৎ, ১ বিঘায় আপনি ৩০ শতক পাচ্ছেন।
কিন্ত আসলে ১ বিঘা = ১৪,৪০০ ÷ ৪৩৫.৫৬ (৪৩৫.৬) = ৩৩.০৬ শতক (প্রায়)।
অতএব, ১ বিঘায় আপনি ৩.০৬ শতক জায়গা কম পাচ্ছেন।
সুতরাং, ১.৫ দেড় শতককে কখনো ১ কাঠা ধরে জমি ক্রয়-বিক্রয় করা উচিৎ হবে না।
সঠিক পরিমাপ জেনে সঠিক ভাবে জমি ক্রয়-বিক্রয় করুন। মনে রাখবেন, মাপে কম দেওয়া-নেওয়া কোনটাই ঠিক না।
পবিত্র কোরআনে সঠিকভাবে এবং সঠিক মাপে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ধন্যবাদ।